আব্দুন নুর আজাদ, বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি সিংপারা গ্রামে প্রবাসী এক নারীর বাড়ি জবরদখলের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী সোহরাব, মইনুল ও জালালসহ তাদের সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা যায়, প্রবাসী নারী লিপি আক্তার ২০২১ সালের ১৮ জানুয়ারি মো. মফিজুল হক (ইউপি মেম্বার) এর কাছ থেকে জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করেন। বর্তমানে তিনি বিদেশে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করছেন। দেশে তার অসুস্থ বৃদ্ধ মা আসমা বেগম ও নাবালক ছেলে বাড়িটিতে বসবাস করছেন।
অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় সোহরাব, মইনুল ও জালালসহ তাদের দলবল ওই বাড়ি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছে। তারা একাধিকবার বৃদ্ধাকে ভয়ভীতি দেখিয়ে, গালিগালাজ ও মারধর করে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করার চেষ্টা করেছে। সম্প্রতি তারা বাড়ির গেট ভেঙে তালা লাগিয়ে দেন এবং বৃদ্ধা আসমা বেগমকে ঘরের ভেতর আটকে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃদ্ধা আসমা বেগম বলেন,
“সোহরাব, মইনুল আর জালালরা প্রায়ই এসে মারধর করে, গালাগালি করে, বলে বাড়ি ছেড়ে চলে যেতে। আমি অসুস্থ, ওষুধ আনতে দিতেও দেয় না। আমি না খেয়ে মারা যাবো। আমি প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই।”
মুঠোফোনে প্রবাসী লিপি আক্তার জানান, “অনেক কষ্ট করে বিদেশে গার্মেন্টসে কাজ করে জমি কিনে বাড়ি করেছি। এখন শুনছি মা আর ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, রাতে বাড়িতে ঢিল ছোড়ে। আমি বিদেশে থেকেও শান্তিতে থাকতে পারি না। মা থানায় অভিযোগ করেছেন, কিন্তু এখনো কার্যকর ব্যবস্থা হয়নি। তারা প্রভাবশালী, তাই কেউ মুখ খোলার সাহস পায় না।”
তিনি আরও জানান, তার বোনের জামাই জালাল উদ্দীন পূর্বে একই এলাকার নার্গিস আক্তারকে প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয় এবং পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। লিপি বলেন,
“আমার বোনের হত্যার পর থেকেই এই পরিবার আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমার বোন জামাই প্রতারণা করে আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা নিয়েছিল। এখন আমার মায়ের ঘর জবরদখল করতে চায়।”
স্থানীয় মেম্বার মো. মফিজুল হক বিষয়টি স্বীকার করে বলেন,
“আমি নিজেই লিপি আক্তারের কাছে জমি বিক্রি করেছি। তাকে এবং তার পরিবারকে এলাকার সবাই চিনে। আমি স্থানীয়দের বলেছি, বৃদ্ধ মহিলাকে কেউ যেন কোনোভাবে হয়রানি না করে। কেউ সমস্যা করলে আমি আইনগত ব্যবস্থা নেব।”
স্থানীয়দের মতে, অভিযুক্তরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী, যাতে বৃদ্ধা আসমা বেগম ও তার নাবালক ছেলে নিরাপদে থাকতে পারেন এবং প্রবাসী লিপি আক্তারের কষ্টার্জিত বাড়িটি আইনের মাধ্যমে সুরক্ষিত থাকে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।