শান্তিগঞ্জ সংবাদদাতা:
শান্তিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সিআর নং–১৪৭/২৩, ধারা ১৩৮ (Negotiable Instruments Act) মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রনি দেবনাথকে দক্ষিণ সুনামগঞ্জের শত্রুমর্দন এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই ধারার সিআর নং–৫১/২৫ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ছালিকুর রহমান (৩৩) কে ডুংরিয়া গ্রাম থেকে আটক করা হয়।
গ্রেফতারের পর দু’জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন,
“পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চলছে। আজকের অভিযানে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।”
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।