মোঃ রেজাউল করিম
নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রতি দেশব্যাপী আওয়ামী লীগের সহিংসতার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখায় দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ফটোকার্ড দুটিতে দাবি করা হয়—‘গ্রামীণ ব্যাংক হামলার পরিকল্পনা; গ্রামীণ ব্যাংকের সব শাখা থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেব।’
-এ বিষয়ে অনুসন্ধানে জানা গেছে—গ্রামীণ ব্যাংকে হামলার পরিকল্পনা বা গ্রাহকদের টাকা উত্তোলনের কোনো নির্দেশনা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেননি।
এমনকি জাতীয় দৈনিক প্রথম আলো বা মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভিও এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
তদন্তে আরও বেরিয়ে এসেছে—প্রথম আলো এবং যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের ডিজাইন নকল করে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহল বিষয়টিকে উদ্দেশ্যমূলক অপপ্রচার হিসেবে দেখছেন।
এ ধরনের ভুয়া ফটোকার্ড ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে বিশেষজ্ঞরা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।