বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারাদেশে টেকসই পানি ব্যবস্থাপনা, খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে৷ এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দরবেশপুর, দাউদপুর, বোয়ালজুর, কারখানা ও বহরমপুর গ্রামের ঐতিহ্যবাহী প্রাচীনকালের পুরাতন খাল পুন:খননের উদ্যোগ নেয়া হয়েছে৷ প্রাকৃতিক সম্পদ সুরক্ষা ও নিরাপদ পানির মাধ্যমে জলবায়ু সহনশীল পরিবেশ গঠন প্রকল্প গ্রহণ করা এখন সময়ের দাবী সচেতন মহলের। এরই ধারাবাহিকতায় দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর, দাউদপুর গ্রামের হাকানী খাল হয়ে বোয়ালজুর, কারখানা ও বহরমপুর গ্রামের পশ্চিমের খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধনের জন্য প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট এলজিইডি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল সোমবার (১৭ নভেম্বর)
দুপুরে সরেজমিন পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে
জলবায়ু ও দূর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প "এর আওতায় কার্যকারিতা বৃদ্ধি উপ-প্রকল্প" অনুমোদন পূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি গুরুত্ব সহকারে সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসীর দাবীর প্রতি সহমত পোষণ করেন৷ এসময় এলাকাবাসী অনেকেই বলেন, আশা করি অচিরেই উক্ত প্রকল্পটি এলজিইডির মাধ্যমে
অনুমোদন হবে এবং উন্নয়ন কাজটি অচিরেই শুরু হবে৷ এতে, এলাকাবাসীর দীর্ঘ দিনের বহুল প্রত্যাশিত দাবী পুরনে নতুন সূচনা সৃষ্টি হবে৷
এলজিইডি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল সরজমিন পরিদর্শনে উপস্থিত ছিলেন, পানি বিশেষজ্ঞ ও ডিজাইন ইঞ্জিনিয়ার মোঃ সাইফ হোসেন, কৃষি বিশেষজ্ঞ এমডি ওমর ফারুক, মৎস্য বিশেষজ্ঞ শংকর চন্দ্র সূত্রধর, পরিবেশ বিজ্ঞানী ড.কাবিল হোসেন, হবিগঞ্জ এলজিইডি সহকারী প্রকৌশলী
(জাইকা-২) মোঃ সরওয়ার আলম, উপ-।সহকারী (জাইকা-২) দীপ দেব, এলজিইডি নবীগঞ্জ উপ-সহকারী প্রকৌশলী আব্বাস উদ্দীন আহমেদ, উপ-সহকারী (জাইকা-২) আমিনুল ইসলাম, এলজিইডি উপ- সহকারী প্রকৌশলী আতিকুল ইসলাম, নবীগঞ্জ এলজিইডি'র কমিউনিটি অর্গানাইজার মোঃ সিরাজ মোল্লা সহ আরো অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন, জলবায়ু পরিবর্তন পাঁচ মৌজা সমবায় সমিতি আহ্বায়ক কমিটির নেতা আব্দুল বাহার, ফখরুল ইসলাম, এনামুল মিয়া, ক্ষিতেশ সুত্রধর, আতাউর রহমান, এলাইছ মিয়া, স্বপন সুত্রধর, মোঃ সোহেল মিয়া, বরদা সরকার,।মিলি বেগম, লিলি আক্তার ডলি, সিপন রানী সুত্রধর, তাহেরা বেগম, অর্চনা রানী সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।