
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি গ্রামের বাসিন্দা প্রবীণ বীর মুক্তিযোদ্ধা আজগর আলী (৭০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২০ নভেম্বর ২০২৫) রাত ১০টা ৩০ মিনিটে তিনি অসুস্থতা জনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার (২১ নভেম্বর) বাদ জোহর উল্টাছড়ি বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন এবং পানছড়ি থানার এসআই রাকিবুল ইসলাম রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা দিয়ে মরদেহ আচ্ছাদন করেন এবং গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে তাঁকে উল্টাছড়ি কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠন শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।