নিজস্ব প্রতিনিধি:
মহান আল্লাহ তায়ালার কাছে অসংখ্য শুকরিয়া, আজকের এই মহিমান্বিত দিনে যুব সংঘ রানীশনকৈল–এর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি সফলভাবে উদযাপন করতে পেরেছি। একই সঙ্গে গুণীজন সংবর্ধনা প্রদান করতে পারার আনন্দও আমাদের জন্য বিশেষ গৌরবের।
এই সংগঠন গড়ে উঠেছে আমাদের পূর্বসূরিদের হাতে—তাদের শ্রম, ভালোবাসা ও ত্যাগের ফসল আজকের যুব সংঘ। আমরা যারা আজ এর সাথে যুক্ত হতে পেরেছি, যাদের পদচারণায় সংগঠনটি এগিয়ে চলেছে, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠান সফল করতে যারা আন্তরিক সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন—তাদের অবদান ভুলবার নয়। বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি সফল করেছেন, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
একই দিনে যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের ফুটবল ফাইনালটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। খেলাটি উপভোগ করতে উপস্থিত এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা—আপনাদের অংশগ্রহণই আয়োজনকে অর্থবহ করেছে।
আমরা বিশ্বাস করি, যুব সংঘ রানীশনকৈল ভবিষ্যতেও আরো বৃহৎ ও সার্থক উদ্যোগ নিয়ে এগিয়ে আসবে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি।
আমরা ছিলাম, আছি এবং থাকবো আপনাদের সাথেই।
---
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।