সেলিম মাহবুবঃ
হবিগঞ্জের বানিয়াচং থানার পুকড়া গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী নাছরিন আক্তার (২০) ও তার দুই বছরের শিশু কন্যা বুশরা গত ১৭ নভেম্বর বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন।
ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ না মেলায় গভীর উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় ২০ নভেম্বর বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ নাছরিন আক্তারের স্বামী মো. নজরুল ইসলাম সৌদি আরব প্রবাসী। তিনি বানিয়াচং উপজেলার পুকরা গ্রামের বাসিন্দা। নাছরিনের পিতা আঃ হামিদ এবং মা মৃত স্বপ্না বেগম, গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে। পরিবারের লোকজন জানান, গত ১৭ নভেম্বর বিকাল অনুমান ৪ টার সময় তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও সেখানে না পৌঁছায় এবং ফোন বন্ধ থাকায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।
পাঁচদিন পেরিয়ে গেলেও কোনো ধরনের তথ্য না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।
বানিয়াচং থানা পুলিশ জানিয়েছে, সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নাছরিন ও তার শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কেউ সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে: মো: জিয়াউর (নিখোঁজ ব্যক্তির মামা) মোবাইল: ০১৭৩৭৫৩২৭৯৯।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।