শান্তিগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ছাত্রদল ও যুবদলের উদ্যোগে পাথারিয়া বাজারে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩ নভেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় পাথারিয়া বাজার ইস্কন মার্কেটের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
তিনি বলেন,
"জনগণের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ রাজনীতি ও উন্নয়নযাত্রাকে সামনে রেখে আমি এই নির্বাচনে অংশ নিয়েছি। পাথারিয়া ইউনিয়নের জনগণ সবসময় ন্যায়-অধিকার ও উন্নয়নের পক্ষে—তাদের এই ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করে।"
সভায় বক্তব্য দেন জয়কলস ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাসুদ মিয়া,গাজীনগর গ্রামের মফজ্জুল হোসেন,মোঃ আবুল কাশেম। বক্তারা বলেন,
"সৎ, শিক্ষিত ও কর্মমুখী নেতৃত্ব হিসেবে ব্যারিস্টার আনোয়ার হোসেনই সুনামগঞ্জ-৩ আসনের সময়োপযোগী প্রার্থী। তাঁর নেতৃত্বে এ অঞ্চলের শিক্ষা,স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে যাবে নতুন গতিতে।"
এ সময় উপস্থিত ছিলেন মুফাসির আহমদ রিয়াদ,ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ, নাঈমুর রহমান,জুনু,
মিফতা আলম ,জুয়েল মিয়া,সাজ্জাদ মিয়া,
সহ স্থানীয় অসংখ্য তরুণ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আরও বলেন,
"তরুণদের নেতৃত্বে এই মতবিনিময় সভা জনসমর্থনের নতুন ধারা তৈরি করেছে। আগামী নির্বাচন হবে পরিবর্তনের—এ পরিবর্তনের নেতৃত্ব দেবেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।"
অনুষ্ঠানের শেষে আয়োজকরা সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধভাবে স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।