রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
রাতের আঁধারে সন্ধারই গ্রামের বাদী হাফিজ উদ্দিন তফসিলভুক্ত জমি যার জেল নাম্বার -৬৯.খতিয়ান নং - ৪৩০/৩১৪.দাগ নং-৪৫৯.জমির পরিমাণ -৪২শতক. এর ভোগ দখলীয় জমি থেকে এলাকার বিবাদী. সাদিকুল. সোহাগ শান্ত গং হাফিজ উদ্দিনের রোপনকৃত ৫০টি বনজ মেহগনি চারা উঠিয়ে ফেলে বিনষ্ট করেছে। যার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা। এ ঘটনায় বাদী হাফিজ উদ্দিন ঐদিনই ২২ নভেম্বর তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে থানার এস আই মুরাদ. আজ ২৪নভেম্বর দুপুরের দিকে ঘটনাস্থল তদন্ত করেছেন. এ বিষয়ে এসআই মুরাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন. ঘটনাস্থল তদন্ত করা হয়েছে, তদন্ত সাপেক্ষ সত্যতা পেলে ব্যাবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।