স্টাফ রিপোর্টারঃ
ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে দুই হকারের কথাকাটাকাটির জেরে সংঘর্ষে এক পপকর্ন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আল আমিন। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনে এক হকার নারকেল বিক্রি করছিলেন এবং নিহত আল আমিন পপকর্ন বিক্রি করতেন। যাত্রাপথে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নারকেল ব্যবসায়ী আল আমিনের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
রাত ০৮:৫০ মিনিটে একতা এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে পৌঁছালে স্থানীয়রা দ্রুত আল আমিনকে পীরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে এবং তাকে দ্রুত গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।