মিঠুন কুমার রায়
স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একজন পাইকারী ব্যবসায়ীর অংশীজনকে আটক করা হয়েছে। এসময় আরো দু’জন মাদকসেবীকে গাঁজা সহ সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, আটক ব্যবসায়ীর অংশীজনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা এবং ৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। ঘটনাস্থলেই মাদকসেবনরত দুই ব্যক্তিকে গাঁজাসহ আটক করে মোবাইল কোর্টে সোপর্দ করা হয়। পরে মোবাইল কোর্ট তাদের প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
অপরদিকে মাদক বহন ও বিক্রির অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।