আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে তিন পার্বত্য জেলা সহ দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে গুরুত্বপূর্ণ জেলা খাগড়াছড়ি পার্বত্য জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন নেত্রকোনার বর্তমান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
নির্বাচনকে ঘিরে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত পাহাড়ি এই জেলায় তার নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে খাগড়াছড়ির বর্তমান পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে বদলি করে সাতক্ষীরা জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। দায়িত্ব পালনকালে আরেফিন জুয়েল খাগড়াছড়িতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা উন্নয়নে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
সাধারণ প্রশাসনের এই রদবদলকে সামনে রেখে নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের মাঠ পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অন্যান্য জেলার মতো পার্বত্য তিন জেলার নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নতুন এসপিদের দায়িত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।