মিঠুন কুমার রায় স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও জেলা আদালত প্রাঙ্গণে বাউলদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চায়ের দোকানের সামনে এ হামলা চালায় একটি অজ্ঞাত গোষ্ঠী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার হওয়া বাউল আবুল সরকারের মুক্তি দাবিতে বুধবার দুপুর আড়াইটায় একটি প্রতিবাদ সমাবেশের ঘোষণা ছিল। এই সমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাউলরা আদালত এলাকায় জড়ো হচ্ছিলেন। এ সময় হঠাৎই একদল লোক তাদের ওপর হামলা চালায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, চৌরাস্তায় বাউলদের একটি কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ আগেই সতর্ক অবস্থান নিয়েছিল। তবে আদালত প্রাঙ্গণে চায়ের দোকানে অবস্থানরত কিছু বাউলের ওপর বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।