সেলিম মাহবুবঃ
ছাতকে বাড়ির জায়গা-জমি দখল নিয়ে পুর্ব বিরোধের জেরে নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের মো. হাবিবুর রহমানের উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। গ্রামের রাস্তায় তার উপর হামলা করা হয়েছে। এই হামলায় গুরুতর আহত হাবিবের বোন, মেরাব আলীর কন্যা শামীমা ইয়াসমিন ইভা বাদী হয়ে ছাতক থানায় ১২ জনের বিরুদ্ধে একটি মামলা (নং ১৮) দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে গত ৬ অক্টোবর সকালে এবং মামলা দায়ের করা হয়েছে ১৭ অক্টোবর।
বৃহস্পতিবার সকালে মামলার এজাহারনামীয় প্রধান আসামি রোয়াব আলী-কে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শহরের একটি বাসা থেকে এস আই মোঃ সিকান্দর আলী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করেন। রোয়াব আলী নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের মৃত মখলিছ আলীর পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান আসামী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানিয়েছেন,তাকে আদালতে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে। সে পলাতক ছিলো।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।