শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মুফাসির আহমদ রিদয় এর সঞ্চালনায় এবং গ্রামের প্রবীণ মুরব্বি সুন্দর আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন—
“আমি আপনাদের সন্তান, আপনাদের একজন মানুষ। দায়িত্ব পেলে উন্নয়ন হবে দৃশ্যমান, ন্যায়বিচার হবে সবার জন্য সমান। আপনাদের ভোটে যদি আমি সংসদ সদস্য হিসেবে বিজয়ী হই, তাহলে আগামী পাঁচ বছরে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বাস্তব পরিবর্তন না আনতে পারলে পরবর্তী পাঁচ বছরে আপনাদের কাছে ভোট চাইতে আর আসব না।
আপনাদের বিশ্বাসই আমার শক্তি। ক্ষমতায় থাকি বা না থাকি—জনগণের প্রয়োজনে, আপনাদের সুখ–দুঃখে, অন্যায়–অবিচারের বিরুদ্ধে আমি সবসময় পাশে থাকব। উন্নয়ন নয়, জনসেবাই হবে আমার প্রথম অঙ্গীকার।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,জয়কলস ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাসুদ মিয়া, শ্যামনগর গ্রামের আলতাফ হোসেন ও সেনু মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদুজ্জামান শহীদ, আব্দুল লতিফ, আলাল হুসেন, মুফাজ্জুল হুসেন, ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ রিদয়,মো. আবুল কাশেম, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মেহেরাজ, সোহাগ জিদান, আলম,মিনহাজ, তারেক, আজহারসহ শ্যামনগর গ্রামের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।