; পঞ্চগড় প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় পঞ্চগড় পৌর যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি মো. আরিফুল ইসলাম ইরান, সাধারণ সম্পাদক মো. রাজু করিম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমিন এবং সিনিয়র সহ-সভাপতি মো. উজ্জ্বল হকউপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য অবদানের কথা স্মরণ করেন।
দোয়া মাহফিলে পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য কর্মী ও সমর্থক অংশ নেন। তারা সবাই খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ ও জাতির সংকটময় মুহূর্তে তাঁর নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতির সামনে ফিরে আসবেন—এটাই আমাদের প্রার্থনা।”
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।