ফয়সাল রহমান জনি গাইবান্ধা প্রতিনিধি।
সাম্প্রতিক বগুড়ায় বিড়ালের গলা কেটে হত্যার রেশ কাটতে না কাটতেই গাইবান্ধায় মালিকের সাথে শত্রæতার বিরোধের জেরে পোষা বিড়ালটি গায়েব করেছে দৃর্বত্তরা। সাম্প্রতিক গাইবান্ধা সদর উপজেলার, ডেভিড কোম্পানি পাড়ার বাসিন্দা মাহামুদ কায়ছার প্রান্ত এমন অভিযোগ করেন। তিনি জানান, দীর্ঘ ১২দিন যাবৎ টাইসন নামের নিখোঁজ বিড়ালটির খোঁজে ফেসবুক, মাইকিংসহ বিভিন্ন প্রচারনা চালিয়েও পাওয়া যায়নি। ১৫ মাস বয়সী সখের পোষা বিড়ালটিকে হাড়িয়ে শোকে পাগল প্রায় তার মালিক।
স্থানীয় নুরুল ইসলাম জানান, আমি মাঝে মাঝে প্রান্ত এর বাড়িতে গেলে টাইসন দৌড়ে কাছে আসত, কোলে উঠত। আমি দীর্ঘ সময় ওকে নিয়ে খেলতাম অনেক মজা করতাম। টাইসনের হারানোর খবর শুনে খুব কষ্ট পেয়েছি। জানিনা অবুঝ প্রাণীটার ভাগ্যে কি হয়েছে। তবে শুনেছি গত কয়েকদিন থেকেই বিড়ালটির মালিকের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মনে করা হচ্ছে সেই বিরোধের জেরেই বিড়ালটিকে হত্যা কিংবা নিখোঁজ করা হয়েছে।
অন্য দিকে ঐ এলাকার বিড়াল প্রেমিক জাহিদ ও সুমন বলেন, বোবা অবুঝ প্রাণীর সাথে এমন নিষ্ঠুর আচরণ মেনে নেয়ার মত না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবী করেছেন তারা।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় বিড়ালটির মালিক আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।