আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলায় সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, সম্প্রীতি রক্ষা এবং মাদক নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
এসপি বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না।” তিনি জানান, সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে নিয়ন্ত্রণ জোরদার করা হবে।
জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও গুজব প্রতিরোধে পুলিশ কঠোরভাবে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি। অনলাইনে ভুয়া তথ্য ছড়ানোসহ যেকোনো ধরনের উত্তেজনাপূর্ণ কার্যক্রম পর্যবেক্ষণে বিশেষ সেল কাজ করবে বলেও জানান এসপি।
মাদক নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি। মাদক ব্যবসায়ী বা মাদকসেবী— কাউকে ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে পুলিশের কঠোর ভূমিকার কথা উল্লেখ করেন এসপি। তিনি বলেন, “আইন ভাঙলে যে-ই হোক, ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় অংশ নেন—,অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সহ-সভাপতি,মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু।
এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।