শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনকে কেন্দ্র করে শান্তিগঞ্জের ধরমপুর গ্রামে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুর গ্রামবাসীর উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
গ্রামের প্রবীণ মুরব্বি হিরন মিয়ার সভাপতিত্বে এবং জেলা জাসাসের সদস্য এস,এম রাবেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান,উপজেলা জাসাসের আহ্বায়ক নাজমুল হোসেন,মুফাসির আহমদ রিয়াদ,এছাড়া বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সোহেল মিয়া ও কাঞ্চন আলী প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শের আলম শিশু, ফখরুজ্জামান, আব্দুল ওদুদ, সেলিম আহমেদ, ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মেহেরাজ, সোহাগ জিদান, আলম, মিনহাজ, তারেক, আজহারসহ ধরমপুর গ্রামের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
বক্তারা বলেন, শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের দীর্ঘদিনের উন্নয়নধারাকে এগিয়ে নিতে ব্যারিস্টার আনোয়ার হোসেনকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,
“সুনামগঞ্জ–৩ আসনের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা–স্বাস্থ্যসেবা, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করার জন্য আমাকে সুযোগ দিন। আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম,ভবিষ্যতেও সুখে–দুঃখে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।”
সভায় শতাধিক মানুষ অংশ নিয়ে প্রার্থীকে সমর্থন জানান।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।