নিজস্ব প্রতিবেদক, বীরগঞ্জ:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দর্গাডাঙ্গা কবরস্থান রক্ষার দাবিতে বড় করিমপুর ও জোতরঘু গ্রামের শতাধিক বাসিন্দা মানববন্ধন করেছেন। শনিবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন—কিছু ব্যক্তি ভুয়া কাগজপত্র দেখিয়ে দীর্ঘদিনের এ কবরস্থান দখলের চেষ্টা চালাচ্ছে।
এলাকাবাসীর দাবি, এক শতাব্দীরও বেশি সময় ধরে কবরস্থানটিতে দাফন কার্যক্রম চলছে এবং ইতোমধ্যে কয়েকশ মানুষকে সেখানে দাফন করা হয়েছে। কবরস্থান কমিটির নেতারা জানান, যে আদালতের রায়ের ভিত্তিতে দখলের দাবি করা হচ্ছে—তার বিরুদ্ধে তারা ইতোমধ্যে আপিল করেছেন। বিষয়টি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। অভিযুক্ত আলী আহম্মেদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।