মো: সবুজ ইসলাম নিজস্ব প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক খামারিকে খামারের প্রাণীর জন্য এন্টিবায়োটিক লিখে প্রেসক্রিপশন করে দেওয়ার অপরাধে পৌরশহরের ভেটেরিনারি দোকানের শাহাবউদ্দীন নামের এক পল্লী চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রুপম চন্দ্র মহন্ত ও ভেটেরিনারি সার্জন ডা: রমেন রায়।
জানা যায়, শাহাবউদ্দীনের দেওয়া প্রেস্ক্রিপশন অনুযায়ী কাজ না হওয়ায় পশু নিয়ে হাসপাতালে আসেন ওই খামারী এবং ৪ টি এন্টিবায়োটিক লেখা ব্যবস্থাপত্রটি প্রাণিসম্পদ অফিসারকে দেখান। তাতক্ষণিকভাবে প্রাণিসম্পদ অফিসার পল্লী চিকিৎসকের ব্যবস্থাপত্রের সীলে দেয়া ফোন নাম্বারে কল দিয়ে ডেকে নেন। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সামনে এন্টিবায়োটিক লেখার কারণে শাহাবউদ্দীনকে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: রমেন রায় বলেন,রেজিস্ট্রার্ড ডাক্তার ছাড়া কোনো পল্লী চিকিৎসকের এন্টিবায়োটিক লেখার ক্ষমতা না থাকায় বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ৩৫ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।