দিনাজপুরে সকল অফিসার ইনচার্জদের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার সকল অফিসার ইনচার্জদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর ২০২৫) দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
সভায় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার বিভিন্ন দিক তুলে ধরেন। একসঙ্গে দায়িত্ব পালনকালীন স্মৃতিচারণ করতে গিয়ে বিদায়ী অফিসার ইনচার্জসহ উপস্থিত কর্মকর্তারা আবেগাপ্লুত হন।
পরবর্তীতে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জদের হাতে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, জেলার সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জবৃন্দসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।