শান্তিগঞ্জের ঘোড়াডুম্বরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ–৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনকে কেন্দ্র করে শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বর গ্রামে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোড়াডুম্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফাসির আহমদ রিয়াদ এবং সভাপতিত্ব করেন ঘোড়াডুম্বর গ্রামের প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব নুর মিয়া।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,
“জনগণই আমার শক্তি। আপনাদের আস্থা ও ভালোবাসা সঙ্গে নিয়ে শান্তিগঞ্জ–জয়কলস–পাগলা–জগন্নাথপুর অঞ্চলে স্বচ্ছ উন্নয়ন, আধুনিক সেবা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”
অনুষ্ঠানে বক্তব্য দেন জয়কলস ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাসুদ মিয়া, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিমনুর বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. ফরিদুর রহমান, পূর্বপাগলা ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ওমর ফারুক, ঘোড়াডুম্বর গ্রামের আব্দুল হাদি ও ইমন মিয়া প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন—
পূর্ব পাগলা ইউনিয়নের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মো. ফারুক আহমদ, আব্দুল লতিফ, মোজাহিদ খান, মোঃফারুক রশীদ, সাবেক ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান, মিনহাজ, আলম, জিসান, সাজুসহ ঘোড়াডুম্বর গ্রামের বিভিন্ন শ্রেণি–পেশার সর্বস্তরের মানুষ।
এর আগে বিকাল ৩টায় জয়কলস ইউনিয়নের গাগলি খেলার মাঠে ‘গাগলি সুপার লীগ–২০২৫’ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠে আগত দর্শকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।