ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান
সেলিম মাহবুবঃ
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ ডিসেম্বর বিকেলে পৌর সভার সন্মেলন কক্ষে পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
ছাতক পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়
এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.তরিকুল ইসলাম।
বক্তব্য রাখেন, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী দিজেন্দ্র কুমার দাস, পৌর কর নির্ধারক শহীদুল হক মোল্লা, পৌর কর আদায়কারী মো.জামাল উদ্দিন, পৌর একাউন্ট কর্মকর্তা কুলসুমা আক্তার, উচ্চমান সহকারী শীলা রানী বড়ুয়া, ষ্টোর কিপার অজিত কুমার দাস, নিম্নমান সহকারী ও কাম মুদ্রাক্ষরিক আসাদুজ্জামান রতন, কনজারভেন্সি সুপার ভাইজার সুব্রত হালদার, টিকাদান কারী দানিয়া নিজামী জন প্রমুখ।
এসময় পৌর সভার কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও শুধীজন উপস্থিত ছিলেন। ##
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।