শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে একাধিক পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ায় গভীর মানবিকতার পরিচয় দিয়েছেন সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন।
অগ্নিকাণ্ডে সব হারানো পরিবারের হাতে সহায়তা তুলে দিতে গিয়ে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,
“মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে যে ভয়াবহ ক্ষতি হয়েছে তা টাকা দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব না; তবে মানুষের মনোবল ফিরিয়ে দিতে পাশে থাকার বিকল্প নেই। আমি সবসময় শান্তিগঞ্জ ও জগন্নাথপুরবাসীর সুখ–দুঃখে পাশে থাকতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন,
“ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়ন জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শের আলম শিশু, মোজাহিদ খান, আব্দুল লতিফ, মুফাজ্জল হোসেন, মুফাসির আহমদ রিয়াদ, ছাত্রদল নেতা নাঈমুর রহমান, মোর্শেদ আহমদ রিদয়, আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
নেতাকর্মীরা জানান, ব্যারিস্টার আনোয়ার হোসেন শুধু রাজনৈতিক নেতা নন, মানুষের বিপদে এগিয়ে আসা একজন মানবিক ব্যক্তি। তার এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চোখে আশার আলো জুগিয়েছে।
স্থানীয়রা বলেন, অগ্নিকাণ্ডের পর সহায়তা নিয়ে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উপস্থিতি আমাদের মানসিক সাহস জুগিয়েছে। দ্রুত পুনরায় ঘর নির্মাণে এসব সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঘটনাস্থলে শোকাবহ পরিবেশ বিরাজ করলেও ব্যারিস্টার আনোয়ার হোসেনের সহায়তা ও আশ্বাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।