নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ভবানীডাংগি কবরস্থানের অন্তত ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে যে কোন সময়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারনা।
স্থানীয়রা জানায়, শুক্রবার জুম্মার নামাজ শেষে আক্তার নামে এক ব্যক্তি তাঁর মায়ের কবর জিয়ারত করতে যান।তিনি কবরের পাশে গিয়ে দেখতে পান কবরের মাটি খোঁড়া এবং ভেতর থেকে কঙ্কাল উধাও।তিনি তাৎক্ষনিকভাবে আরো অনেককে ডেকে আনেন ।খবর পেয় অনেকে তাদের নিকটজনদের কবর দেখতে আসে এবং একে একে ১৮টি কবর হতে কংকাল চুরির সত্যতা পাওয়া যায়।
এলাকাবাসী এসে পুরো কবরস্থান খোঁজ নিয়ে দেখে প্রায় ১৮ টি পুরাতন কবর থেকে দুষ্কৃতিকারীরা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এতে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় থানা পুলিশকে খবর দেয়া হয়েছে ।কিন্তু তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে আসেনি ।তবে থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, ঘটনাস্থল আমার এলাকায় পড়েনি ।সেটা পার্শ্ববর্তী হরিপুর থানায় পড়েছে।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেদায়েতুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ঘটনায় স্থনীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ি ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।