শান্তিগঞ্জে বড়মোহা, ধৈলমীনশাহ ও হাঁসকুড়ি গ্রামে ব্যারিস্টার আনোয়ার হোসেনের মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠি
শান্তিগঞ্জ প্রতিনিধি:
১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধৈলমীনশাহ ও হাঁসকুড়ি গ্রামে একাধিক মতবিনিময় সভা ও উঠান বৈঠকে অংশ নেন।
অনুষ্ঠানগুলো সঞ্চালনা করেন মুফাসির আহমদ রিয়াদ।
বড়মোহা গ্রামের সভার সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি আমরু মিয়া।
ধৈলমীনশাহ ও হাঁসকুড়ি গ্রামের সভার সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি কদরিছ আলী।
সভায় বক্তব্য দেন—
জয়কলস ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাসুদ মিয়া, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ ফরিদুর রহমান, জিয়াউর রহমান, বড়মোহা গ্রামের আলী হোসেন ভুঁইয়া, আবু সালেহ জায়গীরদার, সাবেক ওয়ার্ড সদস্য তারা মিয়া, ওয়ায়েজ নুর, ধৈলমীনশাহ ও হাঁসকুড়ি গ্রামের আব্দুল হাসিম, আব্দুল আহাদ ও আব্দুস ছাত্তার।
বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কৃষি সহায়তা বৃদ্ধি, যুবসমাজের কর্মসংস্থান ও স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন—
শান্তিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহেল, আব্দুল লতিফ, আব্দুল ওয়াকিব, জমির মিয়া, শহীদুজ্জামান, মিলন মিয়া, ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান, আলম, সাজু, মেহেরাজ, আজহারসহ অত্র এলাকার নানা শ্রেণি–পেশার মানুষ।
ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, “মানুষের কথা শুনতে এসেছি, আপনাদের প্রত্যাশা পূরণ করাই আমার দায়িত্ব। সমতাভিত্তিক উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানে টেকসই পরিবর্তন আনাই আমার লক্ষ্য।”
স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণে মতবিনিময় সভাগুলো প্রাণবন্ত হয়ে ওঠে এবং ভোটারদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।