সেলিম মাহবুবঃ
ছাতক শহরের প্রাণ কেন্দ্রে সাবেক লাকী কমিউনিটি সেন্টারের ২য় ও ৩য় তলায় শনিবার (১৩ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে "মাল্টি এডুকেশন" ইংলিশ মিডিয়াম স্কুল। এটি-ই ছাতকের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল।
শনিবার জাঁক-জমক আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমান বিহারী রায়।
পরে ছাতক মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল ও ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদ'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছাতক মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক তানিম হোসেন ও শিক্ষিকা সাদিয়া আফরিন সাথী'র পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমান বিহারী রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একরামুল হক, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
বক্তব্য রাখেন, মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক মঈন উদ্দিন, মুহিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাতক সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাস, অধ্যাপক বিল্লাল আহমেদ, উজ্জ্বল রায়, আনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে সকল অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন প্রতিষ্টানের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুর রহমান ইমন, গীতা পাঠ করেন শিক্ষিকা অংকিতা আচার্য্য ও ইসলামি সংগীত পরিবেশন করেন ক্ষুদে শিক্ষার্থী হুমায়রা তাসনিম।
উপস্থিত ছিলেন মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা হাজেরা সরকার, জান্নাতুল তায়েফা এনি, শিক্ষক আল মাহমুদ সানি, জায়েদ আহমদসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।