শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া বাজারে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জীবদাড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
মুফাসির আহমদ রিয়াদের সঞ্চালনায় এবং জীবদাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি শোনার জন্যই এই আয়োজন। তিনি বলেন,আমি ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতি করতে চাই। নির্বাচিত হলে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরকে একটি দুর্নীতিমুক্ত, উন্নত ও মানবিক এলাকা হিসেবে গড়ে তুলব। আমি নেতা নই, আপনাদের সন্তান হিসেবে পাশে থাকতে চাই।
এ সময় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু, বিশিষ্ট মুরব্বি মিয়ার উদ্দিন, মো. মক্তছির আলী, মাসুক মিয়া ও বাবুল মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও কৃষিখাতের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। প্রার্থী মনোযোগ দিয়ে সেসব বক্তব্য শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন শাহেল রহমান, মোজাহিদ খান, আব্দুল লতিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, যুবসমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।