দিনাজপুরের কাহারোল বিয়ের দাওয়াতে খাওয়া-দাওয়া শেষে প্রায় ৬০ জন অসুস্থ হাসপাতালে ভর্তি।
রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের কাহারোল উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নে নয়াবাদ পূর্ব গৌরীপুর এলাকায়,লেবু রায়ের মেয়ে সুইটি রানী রায়ের বিয়ের আয়োজনে।বিয়ের পরের দিন আত্মীয় স্বজন খাওয়া দাওয়া শেষে হটাৎ অসুস্থ হয়ে পড়েন প্রায় ৬০ জন রুগী।এ ঘটনাটি ঘটেছে ১৮ ই ডিসেম্বর বৃহস্পতিবার।
কাহারোল হাসপাতালে ১৮ জন রোগী পর্যন্ত ভর্তি রয়েছে চিকিৎসা চলমান।অনেকেই নিয়েছেন প্রাথমিক চিকিৎসা।
এছাড়াও রোগীর আত্মীয় স্বজনরা জানান,বীরগঞ্জ হাসপাতালে ভর্তি সহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালেও কিছু রোগী ভর্তি রয়েছে।
রোগীদের মধ্যে বিভিন্ন বয়সের বৃদ্ধ,যুবক,শিশুসহ অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৬০ জন রোগী।
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক জানান,বিয়ের আয়োজনে খাওয়া-দাওয়া শেষে হটাৎ লোকজন অসুস্থ হয়ে পড়লে হসপিটালে একের পর এক রোগী ভর্তি হয় তাদের চিকিৎসা চলমান রয়েছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।