গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁ'জা সহ ২ মাদক কারবারি গ্রেফতার।
ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে থানা
মোড় চারমাথা থেকে আজ রোববার সকাল ৯টার দিকে সাড়ে ৫ কেজি গাঁ'জা দুই মাদক কারবারিকে করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস,আই সেলিম রেজার নেতৃত্বে, এস আই আনিসুজ্জামান, এ এস আই হাবীবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদরের শেউজগাড়ী সুইপার কলোনির উত্তম বাসফোরের ছেলে রোহিত বাসফোর (২০) এবং গাইবান্ধা সদরের পিকে বিশ্বাস রোডের রঞ্জিত বাসফোরের ছেলে রাজ বাসফোর (২০)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ২মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হবে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।