রাণীশংকৈলে কেন্দ্রীয় গীর্জার আয়োজনে বড়দিন পালিত
বিজয় রায় নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব, প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) সকালে খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপজেলার ৪০টি চার্চে প্রার্থনা, মানবকল্যাণে যীশুর বাণী পড়ে শোনানো হয়। এরপর আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল পৌরশহরের কেন্দ্রীয় গীর্জা বা্নিয়াপাড়া চার্চের সভাপতি ও জেলা খ্রিষ্টান এসোসিয়েশন সভাপতি রাজেন্দ্র নাথের সভাপতিত্বে এবং পলাসের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডাঃ সামাদ চৌধুরী, বিএনপি'র মাহমুদুল নোবি পান্না বিশ্বাস, সাবেক সহকারী শিক্ষক কিংকর সরকার, উদয় শর্মা সাংবাদিক বিজয় রায় সহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন,বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির আভাসস্থল। বিশেষ করে
রাণীশংকৈল উপজেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা বাংলাদেশের তুলনায় বিরল দৃষ্টান্ত। আমরা হিন্দু.মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের অনুসারীদের মাঝে যে ভাতৃত্বের বন্ধন রয়েছে তা বর্তমান এবং আগামী প্রজন্মের তরুণ তরুণীরা এই সম্প্রীতির মিলবন্ধনকে অটুট রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।