ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর মানববন্ধন
সেলিম মাহবুবঃ
ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, দোকানপাট লুট, গবাদিপশু ও ফসল লুট এবং ষড়যন্ত্রমূলক মামলায় নিরীহ মানুষদের হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের খেলার মাঠে আয়োজিত প্রতিবাদ সভা শেষে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রাম ও দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের হাবিব নগর, পূর্ব সোনাপুর, পুরান বস্তি, সারপিন পাড়া ও উত্তর সোনাপুর গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ছাতক উপজেলার ইছামতি বাজারে সম্প্রতি সংঘটিত দুই পক্ষের সংঘর্ষে আহত মানিক মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ওই ঘটনাকে কেন্দ্র করে ছাতক ও দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ছাতক উপজেলার বনগাঁও এবং দারোগাখালী এলাকার একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে প্রতিশোধ মূলক হামলা লুটপাট ও হুমকি ধমকি দিয়ে আসছে।
স্থানীয়দের দাবি, বনগাঁও, দারোগা খালী গ্রামের একদল উশৃঙ্খল ব্যক্তি ছাতক উপজেলার লুভিয়া গ্রামে ও দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের হাবিব নগর, পূর্ব সোনাপুর, পুরান বস্তি, সারপিন পাড়া, উত্তর সোনাপুর গ্রামে ধারাবাহিকভাবে হামলা ও লুটপাট চালায়।
গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা রাতের আঁধারে ও দিনের বেলায় কৃষকদের পাকা ধান কেটে নিয়ে যায়, উক্ত গ্রাম গুলোর লোকজনের ইছামতী বাজারের দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালায়, ইছামতী এলসি ষ্টেশনের মাধ্যমে আমদানিকৃত চুনাপাথর লুট এবং তাদের গবাদিপশু ছিনিয়ে নেয়া হয়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে অনেকেই এখনও আতঙ্কে এলাকা ছাড়া রয়েছেন। একই সাথে গত ৩০ অক্টোবর ইছামতী এলাকায় অনাকাঙ্খিত একটি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন এমন অন্তত অর্ধশতাধিক নিরীহ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ব্যবসায়ীরা মামলা ও হামলার ভয়ে ইছামতি বাজারে দোকানপাট খুলতে সাহস পাচ্ছেন না। সীমান্ত এলাকার ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একের পর এক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কার্যকর প্রশাসনিক উদ্যোগ দৃশ্যমান নয়। স্থানীয়দের মতে, দ্রুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থান ও নিরপেক্ষ তদন্ত না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ ধন মিয়া বলেন,'ঘটনার সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা নেই তাদের বিরুদ্ধেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।
ব্যবসায়ী সৈয়দ জামান নিপু বলেন, এ ঘটনা কে কেন্দ্র করে চুনা পাথর ব্যবসায়ীদের এলসি স্টেশনে আমদানী করতে বাধা দেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত সহ সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে সীমান্ত এলাকার শত শত শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, লুটপাট ও ভাংচুরে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করা না হলে সীমান্ত এলাকায় সহিংসতা বন্ধ হবে না।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে লুটপাট ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সীমান্ত এলাকায় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ব্যবসায়ী নওসাদ জামিল, এস জামান নিপু, আব্দুল মন্নান, মোবারক হুসেন, আব্দুল খালিক মানিক,জামাল হুসেন, সফিকুল ইসলাম, জসিম উদ্দিন, মুক্তার হুসেন, জয়নাল আবেদীন, নুরুল ইসলাম, মকবুল হুসেন মোহাম্মদ আলী প্রমুখ।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।