বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ হোটেল মালিক ও ১ পান দোকানকে মোট ২১০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।
রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বীরগঞ্জ পৌরশহরের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সংক্রান্ত অনিয়মের অভিযোগে হোটেল মালিকদের এ জরিমানা করা হয় এবং ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। ১জন পান দোকানদারকে ধুমপানের বিজ্ঞাপন সামনে রাখার অপরাধে সতর্কতামূলক ১০০ টাকার জরিমানা করা হয়।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলামসহ বীরগঞ্জ থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।