বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
আব্দুন নুর আজাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩টায় কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫ নং দুওসুও ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি রুবেল রানার সভাপতিত্বে এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নং দুওসুও ইউনিয়ন আমীর অধ্যাপক মাওলানা মো. বশির উদ্দিন, যুব জামায়াত নেতা আক্তার হোসেন, সাংবাদিক ও সমাজসেবক মো. হাসান আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দুওসুও ইউনিয়ন সভাপতি মো. ইউনুস আলী, বিশেষ অতিথি হিসেবে যুব বিভাগের বালিয়াডাঙ্গী উপজেলা সেক্রেটারি মো. আব্দুল্লাহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাওলানা আব্দুল হাকিম তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো দুর্নীতিতে জড়াননি এবং ভবিষ্যতেও দুর্নীতিতে জড়াবেন না—এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তাঁরা আরও বলেন, কোরআনের আইন প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রবীণ আলেমকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি ভোট চুরি করার অপচেষ্টা করে, তবে জনগণ তা প্রতিহত করবে। একই সঙ্গে তাঁরা মাওলানা আব্দুল হাকিমের আদর্শ ও ভূমিকা অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বাংলার মানুষ আর চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি দেখতে চায় না—যার প্রমাণ পাওয়া গেছে ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং সর্বশেষ জকসু নির্বাচনের মাধ্যমে।
শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মী সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।