আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি–জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ সিটিজেন পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় দারুল আইতাম সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিটিজেন পার্টির জেলা আহ্বায়ক মো. নুরুল আলম, জেলা সদস্য সচিব সুবোধ চাকমা, জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ, যুবশক্তির জেলা সদস্য সচিব জাহেদা আক্তারসহ উভয় দলের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলন, রাজনৈতিক সমন্বয় ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।