পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, লাখ টাকার ভারতীয় পণ্য আটক
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কচুছড়িমুখ বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কচুছড়িমুখ বিওপির সদস্যরা।
রবিবার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সিভিল সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে কচুছড়িমুখ বিওপি থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ৬০০ গজ দূরে এবং আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৬৬/৩৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়িমুখ এলাকায় এসব পণ্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের জিআর নম্বর ৯৮৭৯২৮।
আটককৃত অবৈধ ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে স্পার্কেল ভীম, আমল দুধ, কমফোর্ট, চা পাতা, জো সাবান, ভিভেল সাবান, লাক্স, ডাভ, লাইফবয়, নিমা সাবান, অলিভ অয়েল, ডাবল আমল তেল, সেভেন অয়েল, সেনসুডাইন ও ডাবর রেড টুথপেস্ট, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুর মারার ওষুধ এবং ডারবিন ক্রিমসহ বিভিন্ন ভোগ্যপণ্য।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১২ হাজার ৩৫ টাকা।
এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।