সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়ায় অবস্থিত সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবনের চতুর্থ তলার হল কক্ষে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক মোস্তাহার মিয়ার সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. তাজুদ আলী, সহকারী শিক্ষক অমিয়কর দাস, নিকেশ দাস, অভিভাবক প্রতিনিধি মোশাহিদ আলী, হামিদুর রহমান, সাইদুর রহমান, মুজিবুর রহমান, শাহীন আহমদ, জিয়াউর রহমান, আজমল হোসেন।
এছাড়াও বক্তব্য দেন বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন, গাজীনগর গ্রামের আমেরিকা প্রবাসী মো. শওকত আলী ও আবুল উদ্দিন।
সমাবেশে উপস্থিত ছিলেন গাজীনগর গ্রামের প্রবীণ মুরব্বি রিয়াজ উদ্দিন, আরজু মিয়া, শফির উদ্দিন,শামসুন্নর, পাথারিয়া গ্রামের ঈমান আলী, আসামোড়া গ্রামের সিরাজুল ইসলাম ও রোকন হোসেনসহ সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানসিক প্রস্তুতির বিষয়ে অভিভাবকদের বিশেষভাবে সচেতন থাকতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই ভালো ফলাফলের মূল চাবিকাঠি।
সমাবেশে বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন, আমেরিকা প্রবাসী মো. শওকত আলী এবং অভিভাবক প্রতিনিধি মোশাহিদ আলী এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে ঘোষণা দেন—আগামী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ-৫ অর্জন করবে, তাদের অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে অভিভাবকরা আশা প্রকাশ করেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।