ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী
খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে খাগড়াছড়ি-২৯৮ আসনের প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তারা।
সোনা রতন চাকমা জানান, এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় সামান্য ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল হয়েছিল। আপিলের পর ইসি মনোনয়ন বৈধ ঘোষণা করে। তিনি এক শতাংশ সমর্থন বিধান বাতিলের দাবি জানান।
দীনময় রোয়াজ বলেন, ব্যাংক সংক্রান্ত একটি ছোট সমস্যার কারণে মনোনয়ন বাতিল হলেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর ইসি তার মনোনয়ন বৈধ করেছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে খাগড়াছড়ি জেলায় ১৫ প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়। ইসির সিদ্ধান্তে খাগড়াছড়ি-২৯৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন ভোটাররা।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।