শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা এবং ৫০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করেছে বশির উদ্দিন ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৩জানুয়ারি) দুপুর ১২টায় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল কক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক সেমিনার ও সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মো. তাজুদ আলীর সভাপতিত্বে এবং প্রভাষক মোস্তাহার মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বশির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক,গাজীনগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. ছফির উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন,মধুপুর মানবসেবা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নেজাবুল ইসলাম,গাজীনগর গ্রামের তরুণ সমাজসেবক জিয়াউর রহমান,এইচ,এম শামসুর নুর ও প্রভাষক সেলিম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বশির উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে ৭০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।পাশাপাশি ৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
এছাড়াও জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে প্রতি মাসে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য যুক্তরাজ্য প্রবাসী ছাবিহা বেগম, যুক্তরাষ্ট্র প্রবাসী শাওন উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সায়েরা বেগম, আবুল ফয়েজসহ সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী এবং শিক্ষার্থীরা।
এ ধরনের শিক্ষা সহায়ক উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সন্তোষ ও কৃতজ্ঞতার প্রকাশ লক্ষ্য করা যায়।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।