খাগড়াছড়ির ২০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টি ঝুঁকিপূর্ণ
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬৩টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)-এর পর্যবেক্ষণের ভিত্তিতে কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার সায়েম মির্জা সায়েম মাহমুদ বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়িতে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।