বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত।
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
১৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা ক্যাম্পাস হলরুমে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ উপজেলা গড়ার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যগন অংশগ্রহণ করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার।
আলোচনায় বাল্যবিবাহ ও শিশুশ্রমের বর্তমানপরিস্থিতির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ, অংশীদারিত্ব এবং রোডম্যাপ উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্য বিবাহ ও শিশুশ্রম রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে।
বিশেষঅতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা।
সভায় বিভিন্ন সরকারিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজেরসদস্যরা অংশ নেন। বাল্য বিবাহ ও শিশুশ্রমের বর্তমান পরিস্থিতির সামাজিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নিয়মিত মনিটরিং, কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয় ও পরিবার ভিত্তিক কার্যক্রম জোরদার এবং আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শেষ করেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।