বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর! এক বৃদ্ধার মৃত্যু
মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় মোমিনা (৭৫) নামে এক বৃদ্ধা আহত হন। পরে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। আজ শুক্রবার ঠাকুরগাঁও নেওয়ার পথে মারা যায় বৃদ্ধা মোমিনা। বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর আমবাগান এলাকায় এঘটনা। নিহত মোমিনা ঐ গ্রামের মৃত সৈজত আলীর স্ত্রী।
গতকাল ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ঐ বৃদ্ধাকে মারধর করেন একই গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে জব্বার, জব্বারের স্ত্রী আঞ্জু, জব্বারের ভাই আনোয়ার, তার স্ত্রী নুরজাহান ও ছেলে নুরসাদ। নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় কয়েকজন জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে কলিমউদ্দিনের ছোট মেয়ে বানু আক্তারের ইন্ধন রয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা ওই বৃদ্ধার ওপর নির্যাতন করে আসছেন এবং কিছুদিন আগে হত্যার উদ্দেশ্যে বৃদ্ধা মোমিনাকে রাত ১০ টার দিকে বাড়ির পাশের একটি দিঘীতে ফেলে দেন অভিযুক্তরা। পরে বৃদ্ধার চিৎকার চেঁচামেচিতে বৃদ্ধার ছেলে ইউনুস ও নাতী খাদেমুল তাকে উদ্ধার করে।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।
এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্হানীয়রা ও বৃদ্ধার স্বজনরা।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনার তদন্ত করছেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।