মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য ফেডারেল সংস্থাকে তাদের সম্প্রতি নিয়োগ দেওয়া হাজার হাজার কর্মীকে গণহারে ছাঁটাইয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আদেশ সাময়িকভাবে আটকে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট জজ উইলিয়াম আলসুপ শুনানিকালে বলেন, কোনো কর্মচারীকে চাকরিচ্যুত করতে ফেডারেল এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়ার ক্ষমতা অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের (ওপিএম) নেই।
এমনকি প্রবেশনারি কর্মচারীদের চাকরিচ্যুত করতেও ওপিএম নির্দেশ দিতে পারে না বলে বলে মত দিয়েছেন বিচারক। প্রবেশনারি কর্মচারীদের চাকরির বয়স সাধারণত এক বছরের কম হয়ে থাকে।
রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক কর্মচারী ছাঁটাইসহ ফেডারেল আমলাতন্ত্রকে সংকুচিত করতে একটি অভূতপূর্ব প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন। এ কাজের জন্য ট্রাম্প গঠন করেছেন সরকারি দক্ষতা বিভাগ। এই বিভাগের প্রধান মাস্ক।
ফেডারেল এজেন্সিগুলোর জন্য মানবসম্পদ বিভাগ হিসেবে কাজ করে ওপিএম। বিচারক আলসুপ ওপিএমকে ২০ জানুয়ারির একটি স্মারক এবং ১৪ ফেব্রুয়ারির একটি ই-মেইল প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন।
এই স্মারক ও ই-মেইলে ফেডারেল এজেন্সিগুলোকে সংস্থার কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ নয়—এমন প্রবেশনারি কর্মচারীদের চিহ্নিত করতে এবং তাঁদের বরখাস্ত করতে নির্দেশনা দেওয়া হয়।
বিচারক আলসুপ বলেছেন, তিনি সরাসরি প্রতিরক্ষা দপ্তরসহ অন্য ফেডারেল সংস্থাগুলোকে কর্মচারীদের বরখাস্ত না করার বিষয়ে আদেশ দিতে পারছেন না। কারণ, বেশ কয়েকটি ইউনিয়নসহ অলাভজনক গোষ্ঠীর করা মামলার বিবাদী তারা নয়।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় প্রতিরক্ষা দফতর শুক্রবার ৫ হাজার ৪০০ প্রবেশনারি কর্মচারীকে বরখাস্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিচারক আলসুপ বলেছেন, দুই সপ্তাহ আগে শুরু হওয়া ফেডারেল কর্মচারীদের গণবরখাস্তের বিষয়টি বিভিন্ন পরিষেবায় ব্যাপক ক্ষতির কারণ হবে। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় নিয়োগ পেয়েছিলেন বিচারক আলসুপ।
তিনি বলেছেন, প্রবেশনারি কর্মচারীরা মার্কিন সরকারের প্রাণশক্তি। তারা প্রাতিষ্ঠানিক কাঠামোর শুরুর দিকের স্তরে কাজে যুক্ত হন। তারা কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে কাঠামোর ওপরের স্তরে ওঠেন। এভাবেই মার্কিন সরকারের কার্যক্রম পরিচালিত হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এ অনুরোধে সাড়া দেয়নি।
বিচারক আলসুপের রুলিংয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ফেডারেল কর্মচারী ইউনিয়ন এএফজিইর প্রেসিডেন্ট এভারেট কেলি। তিনি এক বিবৃতিতে বলেছেন, বিচারকের এই রুলিং ফেডারেল কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক বিজয়।
সূত্র: রয়টার্স
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।