০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মুন্সীগঞ্জে ডিআইজির কল্যাণ সভা ও শহীদ পরিবারকে সম্মাননা:দিলেন দিক-নির্দেশনা

  • আপডেট: ০৬:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ১৮০৬৬

নিজস্ব প্রতিবেদক;

মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৭ জুলাই) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

এদিকে সভায় ডিআইজি উপস্থিত পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং তাদের উত্থাপিত সমস্যা ও অভ্যন্তরীণ বিষয়গুলোর দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় পুলিশকে আরও মানবিক ও জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ পুলিশ সদস্যদের পরিবারকে বিশেষভাবে সম্মানিত করা হয়। ডিআইজি নিহতের স্বজনদের খোঁজখবর নেন। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে তাদের হাতে প্রীতি উপহার তুলে দেন। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে প্রীতিভোজেও অংশ নেন।

এ আয়োজন জেলা পুলিশের পেশাদার ও মানবিক ভাবমূর্তি আরও দৃঢ় করার পাশাপাশি শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মুন্সীগঞ্জে ডিআইজির কল্যাণ সভা ও শহীদ পরিবারকে সম্মাননা:দিলেন দিক-নির্দেশনা

আপডেট: ০৬:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক;

মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৭ জুলাই) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

এদিকে সভায় ডিআইজি উপস্থিত পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং তাদের উত্থাপিত সমস্যা ও অভ্যন্তরীণ বিষয়গুলোর দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় পুলিশকে আরও মানবিক ও জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ পুলিশ সদস্যদের পরিবারকে বিশেষভাবে সম্মানিত করা হয়। ডিআইজি নিহতের স্বজনদের খোঁজখবর নেন। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে তাদের হাতে প্রীতি উপহার তুলে দেন। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে প্রীতিভোজেও অংশ নেন।

এ আয়োজন জেলা পুলিশের পেশাদার ও মানবিক ভাবমূর্তি আরও দৃঢ় করার পাশাপাশি শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।