রাণীশংকৈল হোসেনগাঁও ইউনিয়নে দুইজনকে ইয়াবাসহ আটক, পুলিশ হেফাজতে হস্তান্তর
- আপডেট: ০২:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১৮০০৫

নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও চড়োল বাজার সংলগ্ন এলাকায় গ্রামডাঙ্গী থেকে আসা দুই জনকে প্রায় ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর গ্রামডাঙ্গী এলাকার ফজর আলী ও সাজেরুল নামে দুই যুবক সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এলাকাবাসীর সন্দেহ হলে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের কাছে ইয়াবার প্যাকেট পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরবর্তীতে এলাকাবাসী দ্রুত পুলিশকে খবর দিলে হোসেনগাঁও ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে তাদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-১২/২১৬,তাং১৬/০২/২৫ ইং আসামি ১। মোঃ সাজেরুল হক(৪৫) পিতা মৃত হাসেম উদ্দিন সাং রায়পুর (গ্রামডাঙ্গী)২। মোঃ ইব্রাহিম ওরফে ফজর আলী পিতা জালাল সাং কলিগাঁও দুজনের নামে মামলা দায়েরের করে জেল হাজতে প্রেরণ প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, মাদক বিরোধী অভিযানে এলাকাবাসীর এমন তৎপরতা যুবসমাজকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বয় অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।

























