ঠাকুরগাঁও ২ আসনে বিএনপি’র পক্ষ থেকে মনোনয়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট: ০৭:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ১৮০০৮

জয়নুল আবেদীন,ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও -২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থীকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে হরিপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকালে হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করা হয়।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য দেন, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ জামাল উদ্দিন, সহ – সভাপতি অধ্যক্ষ আবু সালেহ চৌধুরী, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদ আলী সহ আরো অনেকে।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সঞ্চালনা করেন মো:আইনুল হক বিশেষ সম্পাদক হরিপুর উপজেলা বি এন পি।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, সারাদেশে ২৩৭ টি আসন বিএনপি প্রার্থী চূড়ান্ত করলেও ঠাকুরগাঁও – ২ আসনে প্রার্থী চূড়ান্ত না করায় বেশ হতাশার মধ্যে আছি।
আমরা গত ১৫ বছরে শান্তি পুর্ন ভাবে ভোট দিতে পারিনি, এখন সময় এসেছে শান্তিপুর্ন ভাবে ভোট দেওয়ার তাই আমরা ধানের শীষের প্রার্থী চাই।

















