০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট: ০৪:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ১৮০০৫

 

নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চারজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—

 

১️.মোঃ খলিলুর রহমান (৫০) — ০১ নং ধর্মগড় ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মৃত হোসেন আলীর পুত্র ও খাদেজা বেগমের সন্তান। ঠিকানা: সম্পদবাড়ি ভাওয়ালবস্তি, ০৯ নং ওয়ার্ড, ০১ নং ধর্মগড় ইউপি।

 

২️.মোঃ জিয়াউর রহমান ওরফে জেনারুল (৪০) — ০১ নং ধর্মগড় ইউপির আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তিনি মোঃ এনামুল হক ও মোছাঃ ফিরোজা বেগমের পুত্র। ঠিকানা: সালফারাম, ০৫ নং ওয়ার্ড, ০১ নং ধর্মগড় ইউপি।

 

৩️. মোঃ হামিদুর রহমান (৬০) — ০৫ নং বাচোর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তিনি মৃত বজির উদ্দিন ও মৃত রেজিয়া বেগমের পুত্র। ঠিকানা: রাজোর, ০৭ নং ওয়ার্ড, ০৫ নং বাচোর ইউপি।

 

৪️. মোঃ সারোয়ার লিয়ন (৩২) — ০৫ নং বাচোর ইউপির স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী। তিনি মোঃ হামিদুর রহমান ও হানুফা বেগমের পুত্র। ঠিকানা: রাজোর, ০৭ নং ওয়ার্ড, ০৫ নং বাচোর ইউপি।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর ২০২৫) রাত্রী অনুমান ০০টা ৪৫ মিনিটে খলিলুর রহমান, ০১টা ৫০ মিনিটে জিয়াউর রহমান ওরফে জেনারুল, এবং ০৩টা ৪০ মিনিটে হামিদুর রহমান ও সারোয়ার লিয়ন— এদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসেদুল হক জানান, “তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত মামলার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

 

পুলিশ জানায়, অভিযানের সূত্র রাণীশংকৈল থানার জিডি নং-১৬৭, তারিখ ০৪ ফেব্রুয়ারি ২০২৫।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

আপডেট: ০৪:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চারজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—

 

১️.মোঃ খলিলুর রহমান (৫০) — ০১ নং ধর্মগড় ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মৃত হোসেন আলীর পুত্র ও খাদেজা বেগমের সন্তান। ঠিকানা: সম্পদবাড়ি ভাওয়ালবস্তি, ০৯ নং ওয়ার্ড, ০১ নং ধর্মগড় ইউপি।

 

২️.মোঃ জিয়াউর রহমান ওরফে জেনারুল (৪০) — ০১ নং ধর্মগড় ইউপির আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তিনি মোঃ এনামুল হক ও মোছাঃ ফিরোজা বেগমের পুত্র। ঠিকানা: সালফারাম, ০৫ নং ওয়ার্ড, ০১ নং ধর্মগড় ইউপি।

 

৩️. মোঃ হামিদুর রহমান (৬০) — ০৫ নং বাচোর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তিনি মৃত বজির উদ্দিন ও মৃত রেজিয়া বেগমের পুত্র। ঠিকানা: রাজোর, ০৭ নং ওয়ার্ড, ০৫ নং বাচোর ইউপি।

 

৪️. মোঃ সারোয়ার লিয়ন (৩২) — ০৫ নং বাচোর ইউপির স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী। তিনি মোঃ হামিদুর রহমান ও হানুফা বেগমের পুত্র। ঠিকানা: রাজোর, ০৭ নং ওয়ার্ড, ০৫ নং বাচোর ইউপি।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর ২০২৫) রাত্রী অনুমান ০০টা ৪৫ মিনিটে খলিলুর রহমান, ০১টা ৫০ মিনিটে জিয়াউর রহমান ওরফে জেনারুল, এবং ০৩টা ৪০ মিনিটে হামিদুর রহমান ও সারোয়ার লিয়ন— এদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসেদুল হক জানান, “তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত মামলার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

 

পুলিশ জানায়, অভিযানের সূত্র রাণীশংকৈল থানার জিডি নং-১৬৭, তারিখ ০৪ ফেব্রুয়ারি ২০২৫।