বিএনপি আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে পাঠিয়েছে আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই—–সাবেক এমপি মিলন
- আপডেট: ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১৮০০৪

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক-দোয়ারাবাজার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক-দোয়ারায় বিএনপি ঐক্যবদ্ধ আছে। আমরা মিলন-মিজান ভাই-ভাই।
একসাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এ আসনে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের তরুণ ভোটার সহ সকলের প্রতি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে, আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে আমরা জন-সাধারনের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো।
ছাতক-দোয়ারাবাজারের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসা সেবার উন্নয়ন নিয়ে কাজ করবো। দীর্ঘদিনের অবহেলিত এ অঞ্চলকে আমরা উন্নত একটি এলাকায় পরিনত করতে চাই। এজন্য আমাদের ও সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সোমবার বিকেলে ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা গ্রামে বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আলম নোমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান ও দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাকিব আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছায়াদুজ্জামান ছায়াদ, কয়েছ আহমদ, এড আব্দুল কাহার, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য লায়েক শাহ, সৈয়দ জাহাঙ্গীর আলম, তানিমুল ইসলাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন তালুকদার প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোর আন তেলাওয়াত করেন কাজী মাওলানা ইসলাম উদ্দিন।

























