০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ডিসি অফিসের নারী কর্মচারীকে যৌন হয়রানি, অভিযুক্ত উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা

  • আপডেট: ০৬:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ১৮০০৫

 

আব্দুন নুর আজাদ, বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের এক নারী কর্মচারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা উপেন্দ্র নাথ রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি এখন পুরো জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অভিযোগে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১টার দিকে ভুক্তভোগী নারী নিয়মিতভাবে অফিসে যোগ দেন। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে তিনি নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) কক্ষের জন্য নাস্তা পরিবেশন করে নাস্তার রুমে ফিরে যান। তখনই অভিযুক্ত কর্মকর্তা উপেন্দ্র নাথ রায় তার প্রতি অশালীন আচরণ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে হাত দেন বলে অভিযোগে উল্লেখ আছে।
নারী কর্মচারী বাধা দিলেও তিনি জোরপূর্বক অনৈতিক আচরণের চেষ্টা চালান বলে অভিযোগে বলা হয়েছে। এতে ভুক্তভোগী নারী মানসিক ও শারীরিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েন।

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক বিশাল রহমান এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,

“এমন লজ্জাজনক ঘটনা প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হওয়া অত্যন্ত হতাশাজনক। আমরা আশা করি, জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

 

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা উপেন্দ্র নাথ রায় বলেন,

“স্যাররা তদন্ত করছেন, তারা বিষয়টি ভালো জানেন। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।”

 

জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডিসি অফিসের নারী কর্মচারীকে যৌন হয়রানি, অভিযুক্ত উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা

আপডেট: ০৬:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

 

আব্দুন নুর আজাদ, বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের এক নারী কর্মচারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা উপেন্দ্র নাথ রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি এখন পুরো জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অভিযোগে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১টার দিকে ভুক্তভোগী নারী নিয়মিতভাবে অফিসে যোগ দেন। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে তিনি নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) কক্ষের জন্য নাস্তা পরিবেশন করে নাস্তার রুমে ফিরে যান। তখনই অভিযুক্ত কর্মকর্তা উপেন্দ্র নাথ রায় তার প্রতি অশালীন আচরণ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে হাত দেন বলে অভিযোগে উল্লেখ আছে।
নারী কর্মচারী বাধা দিলেও তিনি জোরপূর্বক অনৈতিক আচরণের চেষ্টা চালান বলে অভিযোগে বলা হয়েছে। এতে ভুক্তভোগী নারী মানসিক ও শারীরিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েন।

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক বিশাল রহমান এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,

“এমন লজ্জাজনক ঘটনা প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হওয়া অত্যন্ত হতাশাজনক। আমরা আশা করি, জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

 

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা উপেন্দ্র নাথ রায় বলেন,

“স্যাররা তদন্ত করছেন, তারা বিষয়টি ভালো জানেন। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।”

 

জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”